ফেস শিল্ড বানাচ্ছে অ্যাপল

৭ এপ্রিল, ২০২০ ১৪:৫২  
নতুন ফোন কিংবা আইপ্যাড নয়; এবার ফেস শিল্ড তৈরি করছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। করোনার বিরুদ্ধে লড়াইয়ে স্বাস্থ্যকর্মীদের জন্য নিজস্ব নকশায় এগুলো তৈরি করা হচ্ছে। এসব শিল্ডের উৎপাদন হবে যুক্তরাষ্ট্র ও চীনে। প্রথমে যুক্তরাষ্ট্রের সান্তা ক্লারা ভ্যালির হাসপাতালে দেয়া হবে। যুক্তরাষ্ট্রের বাইরে এসব ফেস শিল্ডের সরবরাহ বিস্তৃত করা হবে। এ সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্রে ১০ লাখ ফেস শিল্ড উন্মুক্ত করবে অ্যাপল। এরপর থেকে প্রতি সপ্তাহে ১০ লাখ ফেস শিল্ড বাজারে আনতে পারবে। https://twitter.com/tim_cook/status/1246916489589837824 টুইটারে এক ভিডিও পোস্ট করে এই তথ্য জানিয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। তিনি বলেছেন, ‘আমরা কোম্পানি থেকে স্বাস্থ্যকর্মীদের জন্য ফেস শিল্ড নকশা, উত্পাদন ও সরবরাহের জন্য আমাদের পণ্য নকশাবিদ, ইঞ্জিনিয়ারিং অপারেশন, প্যাকেজিং দল এবং আমাদের সরবরাহকারীদের একত্র করার জন্য ব্যাপক প্রচেষ্টা শুরু করেছি।’ ভিডিওতে একটি ফেস শিল্ড দেখিয়ে কুক আরো বলেন, এটি ইতিমধ্যে চিকিৎসকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। এটি সহজে প্যাক ও সংযোজন করা যাবে। প্রতিটি শিল্ড দুই মিনিটেরও কম সময়ে একত্র করা যায় এবং পুরোপুরি সামঞ্জস্যযোগ্য।